Nandanpur Radharani Pilot Girl's High School
Nandanpur, Gopalpur, Tangail
01309-114209, nrr114209@gmail.com
<p>নন্দনপুর রাধারাণী পাইলট গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছরই শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে। বোর্ড পরীক্ষায় প্রায় শতভাগ পাশের হার বজায় রাখার পাশাপাশি, আমাদের ছাত্রীরা বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমেও দক্ষতার স্বাক্ষর রাখে।</p><p><strong>শিক্ষাগত সাফল্য:</strong> বিগত ৫ বছরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন।</p><p><strong>সহ-শিক্ষা কার্যক্রম:</strong> উপজেলা ও জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, এবং ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিতভাবে শীর্ষস্থান অধিকার।</p><p><strong>সাংস্কৃতিক উৎকর্ষ:</strong> জাতীয় দিবস ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং পুরস্কার লাভ।</p>